আগরতলা, ১৮ জানুয়ারি: স্কুটি ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত দুইজন ব্যক্তি। আজ সকালে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই ব্রীজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনার খবর দমকলকর্মীরা ছুটে গিয়েছিল। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে এক ব্যক্তি বাইকসাইকেল নিয়ে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই ব্রীজ সংলগ্ন এলাকায় আসামাত্র এক স্কুটির সাথে সংঘর্ষ ঘটে। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে। তাতে বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনায় স্কুটি চালক অল্পবিস্তর আহত হয়েছেন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।