নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি : বৃহস্পতিবার ভানু ঘোষ স্মৃতি ভবনে প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
তিনি বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়ে তিন শতাধিক আক্রমণ সংঘটিত করেছে শাসক দল বিজেপি। এবং তখন বুঝা গেল যদি বেরোনো না যায় তাহলে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হবে। তখন সব জায়গায় গিয়ে কর্মসূচি গ্রহণ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এমনটাই কর্মীদের উদ্দেশ্যে বললেন জিতেন্দ্র চৌধুরী।
তিনি আরো বলেন, বর্তমান বিজেপি সরকারের কার্যকলাপ দেশবাসী জানে। তারা আগামী দিনেও এই ধরনের নতুন কার্যকলাপ এনে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনবে। এই পরিস্থিতিতে দুর্বল হয়ে থাকলে চলবে না।শাসক দলের হিন্দু রাষ্ট্র নির্মাণ, সুশাসন, অমৃতকাল এবং বিকশিত ভারত সহ তাদের সমস্ত ভিট মিথ্যার উপর দাঁড়িয়ে আছে।শত্রুরা ঘাড়ে চেপে ধরার চেষ্টা করছে।
এর প্রতিরোধ গড়ে তুললে শাসক দল আগামী ২৫ বছর যে রাষ্ট্র তৈরি করতে চাইছে, কেউ তাদের হটাতে পারবে না তা তাসের ঘরের মতো ভেঙ্গে যাবে। তাদের বিভিন্ন দাবি আজ বাস্তবে সাথে মিল খায় না। মানুষ এগুলো গ্রহণ করছে বলে সরকারের সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী।
এদিন স্মরণ সভায় প্রয়াত কেশব মজুমদারের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্মরণসভায় এছাড়াও উপস্থিত ছিলেন পলিটব্যুরোর মানিক সরকার সহ অন্যান্যরা।

