BRAKING NEWS

জনস্বার্থে সদর মহকুমা প্রশাসনের অভিযান অব্যাহত, অনিয়মের অভিযোগে বন্ধ করা হল দোকান, একাধিক দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৮ জানুয়ারি : রাজধানী আগরতলা শহর শহরতলী সহ রাজ্যের বিভিন্ন স্থানে দোকানপাটে অভিযান অব্যাহত রেখেছে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট বাহিনী।

বৃহস্পতিবার উজান অভয়নগর বাজারে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসনের এন্ডফোর্সমেন্ট টিম। অভিযানে এদিন ব্যাপক অনিয়ম উঠে এসেছে সংশ্লিষ্ট বাজারের বিভিন্ন দোকান থেকে।

এই অভিযানে ছিলেন  সদরের খাদ্য দপ্তরের আধিকারিক  প্রদীপ কুমার ভৌমিক, মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস সহ অন্যরা।

তারা অভিযান কালে একটি গ্রোসারি দোকানে চরম অনিয়ম লক্ষ্য করেছেন। অভিযোগ সেই দোকানে ছিল না ফুড স্টাফ লাইসেন্স।দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই। ওজন বাটখারা সার্টিফিকেটও একবছর ধরে রিনিউ করা হয়নি। তাই দোকানটি বন্ধ করে দেন আধিকারিকরা। এছাড়া একটি মিষ্টি দোকানে অবৈধভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় তা বাজেয়াপ্ত করা হয়।

উদ্ধার করা হয়েছে বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগরতলা শহর ও শহরতলী এলাকার দোকানপাট ও বাজার হাটে প্রশাসনের এ ধরনের হানাদারী অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জনস্বার্থেই এ ধরনের অভিযান বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *