নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়াই গত ৯ বছরে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা ছিল। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “উন্নয়নের মূল স্রোত থেকে দূরে থাকা প্রতিটি নাগরিককে এখন যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রচেষ্টা হল, জনসাধারণ যাতে কোনওরকম দুর্ভোগ ছাড়াই নিজেদের দোরগোড়ায় প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করা। বিকশিত ভারত সংকল্প যাত্রা এই চিন্তারই একটি সম্প্রসারণ।”
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে বার্তালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তালাপে তিনি বলেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রায়, যে উন্নয়নের রথ চলছিল তা বিশ্বাসের রথে পরিবর্তিত হয়েছে, এখন মানুষ এটিকে গ্যারান্টির রথও বলছে।”
প্রধানমন্ত্রীর কথায়, “বিকশিত ভারত সংকল্প যাত্রা আগে ২৬ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু এই যাত্রা জনগণের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছে এবং এখন সবাই দাবি করছেন, মোদীর গ্যারান্টিযুক্ত গাড়িটি যেন তাঁদের গ্রামেও আসে। আর তাই আমরা ফেব্রুয়ারিতেও মোদীর গ্যারান্টিযুক্ত গাড়ি চালাব।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের প্রচেষ্টা হচ্ছে, প্রত্যেকেরই পুষ্টি, স্বাস্থ্য এবং চিকিৎসা নিশ্চিত করা। প্রতিটি পরিবারের পাকা ঘর থাকতে হবে এবং প্রতিটি বাড়িতে গ্যাস সংযোগ, জল, বিদ্যুৎ এবং শৌচালয় সুবিধা থাকতে হবে।”