রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মেয়র 

আগরতলা, ১৮ জানুয়ারি: রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আজ সখীচরণ বিদ্যানিকেতন এন.এস.এস ইউনিটের দশম রক্তদান শিবিরে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

আজ সখীচরণ বিদ্যানিকেতনে হাসবে রোগী বাঁচবে প্রাণ এই স্লোগানকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ।

এদিন মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আপামর জনগনকে রক্তদানে এগিয়ে আসতে আহবান জানিয়েছিলেন। কারণ, বিগত দিনে সরকার অনুমোদিত ১২টি ব্লাড ব্যাঙ্ক এবং ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল ঠিকই। তবে, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এই ধরণের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে।