নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর পানিচৌকি বাজারে অভিযান চালিয়ে তীর জুয়ার আসর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় যে , দুপুরবেলা কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় তীর জুয়ার আসর চলছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার এস আই পঙ্কজ বর্মনের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী।
পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৌর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। জানা যায় যে মৌর আলীর বাড়ি কৈলাসহর গোবিন্দপুর এলাকায়। মৌর আলী তীর জুয়ার সাথে জড়িত থাকার কারণেই উনাকে আজ গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ।
পাশাপাশি মৌর আলীর কাছ থেকে নগদ ৪৯০ টাকা সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। বর্তমানে মৌর আলী কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। আগামী দিনও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ।

