দিল্লির পশুপতিনাথ মন্দিরে স্বচ্ছতা কর্মসূচি জে পি নাড্ডার, জোর দিলেন পরিচ্ছন্নতার ওপর

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): দিল্লির বিশ্বাস নগরে অবস্থিত পশুপতিনাথ মন্দিরে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার সকালে পশুপতিনাথ মন্দির চত্বরে সাফাই কর্মসূচিতে হাত লাগান নাড্ডা। নিজ হাতে মন্দির চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তোলেন তিনি। দেশের বিভিন্ন মন্দির পরিষ্কার ও পরিচ্ছন্নতার ওপরও জোর দেন তিনি।

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে দেশের বিভিন্ন মন্দির পরিচ্ছন্ন করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এদিন দিল্লির বিশ্বাস নগরে অবস্থিত পশুপতিনাথ মন্দিরে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন জে পি নাড্ডা।