নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে চতুর্থবার ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তলব করেছিল, এদিনও তিনি ইডি-র মুখোমুখি হননি।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি চতুর্থবার সমন জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য কেজরিওয়ালকে ডেকে পাঠানো হয়। এর আগেও একাধিকবার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ইডির জারি করা সমন এড়িয়ে যান। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এদিন জানিয়েছে, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন। বিজেপির লক্ষ্য তাঁকে গ্রেফতার করা এবং লোকসভা নির্বাচনের প্রচারে বাধা দেওয়া। ইডি লিখেছে, অরবিন্দ কেজরিওয়াল অভিযুক্ত নন, তাহলে সমন ও গ্রেফতার কেন? দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে গেলে তাঁদের বিরুদ্ধে মামলা বন্ধ হয়ে যায়। আমরা দুর্নীতি করিনি, আমাদের কোনও নেতা বিজেপিতে যোগ দেবেন না।”

