নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : অযোধ্যায় ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন মকর সংক্রান্তির দিন থেকে ২২ জানুয়ারি পর্যন্ত যাতে দেশের সমস্ত মন্দির বা ধর্মীয় স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। পাশাপাশি স্বচ্ছতা অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন শাসক দলের কার্যকর্তাদের।
সেই আহ্বানে সাড়া দিয়ে বুধবার সকালে রাজধানীর প্রতাপগড়স্থিত লোকনাথ আশ্রমে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
তিনি মন্দির প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অযোধ্যায় ভব্য রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর আহবানকে সামনে রেখে স্থানীয় কার্যকর্তাদের সাথে এই দিন স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন।
আগামী ২২ জানুয়ারি পর্যন্ত এই মহান কর্মযজ্ঞে শামিল হয়ে বিভিন্ন মন্দির প্রাঙ্গণকে পরিচ্ছন্ন করে তোলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী। স্বচ্ছতা অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা।