ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। জয় দিয়ে দারুণ সূচনা ত্রিপুরার। ৬৭তম জাতীয় স্কুল গেমস এর হ্যান্ডবল ইভেন্টে প্রথম ম্যাচে ত্রিপুরা দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে বিদ্যাভারতী কে। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই আসরে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের হ্যান্ডবল প্রতিযোগিতায় ত্রিপুরা দল ৬-১ গোলের ব্যবধানে বিদ্যা ভারতী কে হারিয়ে দারুণ সূচনা করেছে। রাজ্য দল এ বছর সাফল্যের ব্যাপারে আশাবাদী বলে ক্রীড়া মহলের প্রত্যাশা।
2024-01-17

