আগরতলা, ১৭ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে এনআইটি-র বাস সড়ক থেকে ছিটকে গিয়ে পড়েছে পুকুরে। তাতে, ওই বাসের থাকা বেশ কয়েকজন ছাত্রছাত্রী, শিক্ষক সহ গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। রানীরবাজার চক বস্তা এলাকায় এনআইটি আগরতলার বাসটি দূর্ঘটনার কবলে পড়েছে। দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আহত শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এদিন মুখ্যমন্ত্রী নিজ সামাজিক মাধ্যমে বলেন, আজ ভোরে এনআইটি- বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে গিয়ে পড়েছে। ওই দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। পাশাপাশি তিনি আহতদের সর্বাত্মক সহায়তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া, আহত শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।