আগরতলা, ১৭ জানুয়ারি : ২৮টি রাজ্যের মধ্যে ত্রিপুরায় অপরাধমূলক ঘটনার প্রবণতা অনেকটা কমছে। ২০২২ সালের তুলনায় গত বছরে ডাকাতি, চুরি এবং নারী সংক্রান্ত ঘটনা অনেকটা হ্রাস পেয়েছে। আজ রাজধানীর এডিনগর পুলিশ গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন তিনি বলেন, সর্বনিম্ন অপরাধের হারের মধ্যে ত্রিপুরার স্থান তৃতীয়। আগে অপরাধের দিক দিয়ে ত্রিপুরা পঞ্চম স্হানে ছিল। শারীরিক অনুগ্রহের দিক দিয়ে ত্রিপুরা অষ্টম স্হানে রয়েছে। তাছাড়া, সম্পত্তি সংক্ৰান্ত সমস্যার দিক থেকেও ত্রিপুরার ২৮টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে।
এদিন তাঁর দাবি, ২০২২ সালে চুরি ডাকাতি খুন এবং নারী সংক্ৰান্ত অনেকটাই বেশি ছিল। যা ২০২৩ অনেকটা কম বলে জানিয়েছেন তিনি।

