টি-টোয়েন্টি ক্রিকেট : পাকিস্তানের বিপক্ষে ১৬ ছক্কায় বিশ্ব রেকর্ড অ্যালেনের

অকল্যান্ড, ১৭ জানুয়ারি (হি.স.): বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬টি ছয় মেরেছেন ফিন অ্যালেন, ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার মারার রেকর্ডটি এত দিন এককভাবে ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। আফগানিস্তানের এই ওপেনার ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার সময় মেরেছিলেন ১৬টি ছয়।

তাছাড়া অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। এই কিউই ওপেনার ভেঙে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন ম্যাককালাম।