দিল্লির বাল্মীকি মন্দিরে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি অনুরাগের, বিঁধলেন কেজরিওয়াল সরকারকে

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লির শ্রী বাল্মীকি মন্দিরে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। স্বচ্ছতা কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে দিল্লির শ্রী বাল্মীকি মন্দির পরিচ্ছন্ন করে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ঝাড়ু হাতে মন্দির চত্বর পরিষ্কার করে তোলেন তিনি। অনুরাগের পাশাপাশি স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবাও।

এদিন বাল্মীকি মন্দির পরিচ্ছন্ন করার পর অনুরাগ ঠাকুর বলেছেন, “দিল্লির মহর্ষি বাল্মীকি মন্দিরে ”স্বচ্ছতা অভিযান”-এর অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মন্দিরের উল্লেখযোগ্য ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ বহু বছর আগে মহাত্মা গান্ধী এখানে থেকেছিলেন এবং ২০১৪ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন।”

দিল্লি সরকারকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, “দিল্লির মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন, বিগত ১০ বছরে দিল্লির মন্দির ও পুরোহিতদের জন্য আপনি কী করেছেন? ১০ বছর ধরে তিনি মন্দিরের থেকে দূরত্ব বজায় রেখেছেন।”