মমতার সংহতি যাত্রার ঘোষণার কড়া প্রতিক্রিয়া সুকান্তর

কলকাতা, ১৭ জানুয়ারি, (হি.স.): বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি যাত্রার কড়া বিরোধিতা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিরোধী দলনেতার যুক্তি হল, ওই দিনে হাজরা থেকে পার্ক সার্কাস অবধি মিছিল হলে ভুল বার্তা যেতে পারে। এই প্রসঙ্গে হনুমান জয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন বিরোধী দলনেতা, যেখানে বিভিন্ন জায়গায় সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। তাই এবারও তেমন কিছু হতে পারে বলে আশঙ্কা রয়েছে শুভেন্দুবাবুর।

বুধবার সাংবাদিকদের এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তবাবু তাঁদের বলেন, “২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হচ্ছে। সে দিন হিন্দু সমাজ প্রতিটি পাড়ায় মন্দিরে মন্দিরে পুজো করবে। ভগবান রামের আরাধনা করবে। সেই সময় সর্বধর্ম সমন্বয়ের নামে এই মিছিলে বাবুদের সমর্থকদের নিয়ে দাপাদাপি করা হবে।”

সুকান্তবাবুর বক্তব্য, “বাবুর সমর্থকদের নিয়ে সেদিন মুখ্যমন্ত্রী দাঙ্গা করানোর পরিকল্পনা করছেন। মহামান্য আদালতের উচিত এই দাঙ্গা করানোর পরিকল্পনা ভেস্তে দেওয়া। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রস্তাবিত মিছিলের যে পথ, তা শেষ হচ্ছে পার্ক সার্কাসে। তার মানেই পরিস্কার হচ্ছে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য। সেদিন মন্দিরে মন্দিরে হিন্দুরা পুজো করবে। তাদের ওপর বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই চেষ্টায় ভারতীয় জনতা পার্টি ও হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিঘাত দেবে। মুখ্যমন্ত্রীর এই দুরভিসন্ধি বন্ধ করে দেওয়া উচিত।”

শুভেন্দুবাবু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছেন। সুকান্তবাবু এ কথা শুনে সাংবাদিকদের বলেন, “অবশ্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত। কারণ, বহু জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম। সেই সব জায়গায় তারা ধর্মীয় অনুশাসন পালন করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টাই করছেন যাতে হিন্দুরা নিজেদের ধর্মীয় অনুশাসন পালন না করতে পারে।”

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই রাজ্যে ‘সংহতি যাত্রা’র ডাক দিয়েছেন মমতা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেছেন তিনি। সেই উদ্যোগের বিরোধিতা করে বুধবার সকালেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর দাবি, ওই দিন সংহতি যাত্রা হলে রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। ওই যাত্রা যাতে না হয়, সেই আর্জি জানিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *