ডিমাপুরে অবতরণ রাষ্ট্রপতি দ্রৌপদীর, সড়কপথে যাবেন অসমের তারালাংসো

ডিমাপুর (নাগাল্যান্ড), ১৭ জানুয়ারি (হি.স.) : ডিমাপুরে অবতরণ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলকপ্টার। এখান থেকে সড়ক পথে যাবেন সীমান্তবর্তী অসমের জেলা সদর ডিফুর তারালাংসোতে।

আজ বুধবার দুপুরে মেঘালয়ের রাজধানী শিলং থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে এসেছেন রাষ্ট্রপতি। যাবেন অসমের আন্তঃরাজ্য সীমান্তবর্তী কার্বি আংলং জেলা সদর ডিফুর তারালাংসো। সেখানে আজ তাঁর তৃতীয় তথা সফরের শেষ দিন কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।