নতুন করে বাড়ি ছাড়ার নোটিশ পেলেন মহুয়া মৈত্র, অবিলম্বে সরকারি বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রীকে

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): ফের দিল্লির সরকারি বাসভবন খালি করে দেওয়ার নোটিশ পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। এই নিয়ে তৃতীয়বার বাড়ি ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে মহুয়া মৈত্রকে, বুধবার পাঠানো নোটিশে অবিলম্বে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীকে।

“অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা”” মামলায় লোকসভা থেকে গত ৮ ডিসেম্বর বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। তার পরেই তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু, এখনও সরকারি বাসভবন খালি করেননি মহুয়া, তাই তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছেন মহুয়া। গত ৩ জানুয়ারি লোকসভার সেক্রেটারি জেনারেলকে মহুয়ার আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মহুয়াকে কেন লোকসভা থেকে বহিষ্কার করা হল, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে লোকসভার সচিবালয়ের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ।