গাজিয়াবাদে মদের দোকানে আগুন; মৃত্যু একজনের, বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি

গাজিয়াবাদ, ১৭ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে মদের দোকানে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন একজন। আগুনের লেলিহান শিখায় ওই মদের দোকানের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার ভোরে গাজিয়াবাদের মোহন নগর এলাকায় অবস্থিত একটি মদের দোকানে আগুন লাগে, ভোর চারটে নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দমকল কর্মীদের বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, একজনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

দমকল অফিসার রাহুল পাল বলেছেন, “বুধবার ভোর চারটে নাগাদ আমরা খবর পাই, গাজিয়াবাদের মোহন নগর এলাকায় অবস্থিত একটি মদের দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন। অগ্নিকাণ্ডে অনুজ নামে একজনের মৃত্যু হয়েছে।” আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।