আগরতলা, ১৭ জানুয়ারি: অতিসত্বর নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন এম পি ডব্লিউ বেকার যুবক যুবতীরা।
তাঁদের অভিযোগ, রাজ্য সরকার গত ছয় বছর ধরে এম পি ডব্লিউ পদে একজনকে নিয়োগ করে নি। ২০১৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পক্ষ থেকে ৭৯১টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সরকার একজনকেও নিয়োগ করেনি।
তাঁদের আরও অভিযোগ, বর্তমানে রাজ্যে প্রায় ১২০০ জন এম পি ডব্লিউ বেকার যুবক যুবতীরা রয়েছে। তাঁদের দাবি, ১২০০জন এম পি ডব্লিউ বেকারদের মধ্যে ৫০০জনকে সরকার নিয়োগ করুক।
এ বিষয়ে একাধিক বার স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন, মিছিল, মিটিং করা হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর মিলেনি। তাই আজ তাঁরা নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।
অতিসত্বর দাবি পূরণ করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।