কোচির মতো উপকূলীয় শহরগুলির সক্ষমতা বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

কোচি, ১৭ জানুয়ারি (হি.স.): কোচির মতো উপকূলীয় শহরগুলির সক্ষমতা বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেরলের কোচিতে এক অনুষ্ঠানে এমনটা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমরা সাগরমালা পরিকল্পনার মতো উদ্যোগের মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বন্দরের পরিকাঠামো নির্মাণ ও শক্তিশালীকরণ এবং বন্দরের সংযোগ বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” বুধবার কেরলের কোচিতে ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজাদি কা অমৃত কাল-এ ভারতকে একটি উন্নত দেশ হিসেবে উন্নীত করার ক্ষেত্রে প্রতিটি রাজ্যের নিজস্ব ভূমিকা রয়েছে। এখন যখন ভারত আবারও বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, তখন আমরা আমাদের সামুদ্রিক শক্তিকে শক্তিশালী করতে শুরু করেছি।” মোদী বলেছেন, “এখন যখন ভারত বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠছে, তখন আমরা আমাদের সমুদ্র শক্তি বাড়াচ্ছি। এখন ভারত নিজস্ব বৃহত্তম ড্রাই ডক (এনডিডি) পেয়েছে। এর পাশাপাশি জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত এবং এলপিজি আমদানি টার্মিনালের পরিকাঠামোও উদ্বোধন করা হয়েছে। এসব নতুন বৈশিষ্ট্যের ফলে শিপইয়ার্ডের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আমি এই সুবিধার জন্য কেরলের জনগণকে অভিনন্দন জানাই।