আগরতলা, ১৭জানুয়ারি: ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ওই ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে । চুড়াইবাড়ি এলাকায় ওই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার রাত দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলায় চুড়াইবাড়ি থানাধীন বিক্রয়কর দফতর সংলগ্ন অসম-আগরতলা জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আসলাম মণি রিয়াং গুরুতর আহত হন। স্থানীয় দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে যান এবং দমকল বাহিনীকে খবর দেন। খবর দমকল বাহিনী ছুটে এসে তাঁকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন। তিনি আনন্দবাজার থানাধীন গছিরাম পাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে তিনি চুড়াইবাড়ি থানায় কর্মরত ছিলেন।

