ডানেডিন, ১৭ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অতিমানবীয় এক ইনিংস খেলেছেন ফিন অ্যালেন। আর তাতেই ম্যাচ ও সিরিজ হারালেন শাহিন আফ্রিদির দল। ডানেডিনে বুধবার (১৭ জানুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজটি নিজেদের করে নিয়েছে কিউইরা।
ডানেডিনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ৬২ বলে ১৩৭ রানের অতিমানবীয় ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রানের বিশাল সংগ্রহ পায় কিউইরা। পাকিস্তানের হয়ে দুইটি উইকেট পেয়েছেন হারিস রউফ। বিশাল টার্গেটের জবাব দিতে নেমে বাবরের ফিফটি ছাড়া সকলেই এদিন ব্যর্থ হয়েছেন। বাবর আজম তিনে নেমে উইকেট হারিয়ে পাকিস্তান থামে ১৭৯ রানে। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট পেয়েছেন টিম সাউদি। সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে, ১৯ জানুয়ারি।

