ধর্মনগরের সরকারি অফিসে কর্ম- সংস্কৃতি লাটে, ক্ষুদ্ধ গ্রাহক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জানুয়ারী : বিদ্যুৎ নিগমের অফিসে কর্মসংস্কৃতি লাটে উঠার অভিযোগ উঠেছে।  সকাল সাড়ে ১১টায় অফিসের টেবিলগুলি কর্মী শূন্য হয়ে আছে।
রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের অক্লান্ত পরিশ্রম সত্বেও রাজ্যের সরকারি কর্মচারীরা। এমনই এক চিত্র লক্ষ্য করা গেছে ধর্মনগরে।

মঙ্গলবার ধর্মনগরের বিদ্যুৎ নিগমের অফিসে সকাল সাড়ে ১১টা পর্যন্ত যারা দিতে এসেছিল তারা দাঁড়িয়ে থাকে। টাকা নেওয়ার মতো কোন লোক নেই। উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে জেনারেল ম্যানেজার এবং ম্যানেজারের কক্ষে যায় অভিযোগ জানাতে। সেখানে গিয়ে ও একই অবস্থা প্রতিটি টেবিল ফাঁকা কোন অফিসার আসেননি। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী জানায় স্যাররা আসতে আসতে দুপুর বারোটা বা তারপর আসবে। কে কার কাছে অভিযোগ জানাবে। এই অফিসে যেমন অফিসার তেমনি করণিকরা।

বিশ্ব বন্ধু সেনের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের পরও ধর্মনগরের সরকারি কর্মচারীদের যে বদভ্যাস ছিল মজ্জায়-মজ্জায় সেই বদভ্যাস রয়ে গেছে। এর কোন পরিবর্তন হবে বলে লক্ষণই দেখা যাচ্ছে না। তাই এদেরকে নিয়ে বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী লিখেছিলেন সেই সরকারি কর্মচারী।।