BRAKING NEWS

মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জানুয়ারি : বহু অপেক্ষার পর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ। সম্পূর্ণ খেলাটি প্রথম থেকে ফাইনাল পর্যন্ত ১৬ টি টিম দ্বারা সম্পন্ন হবে। ১৩তম আব্দুল করিম স্মৃতি নক  আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আজ ছিল উদ্বোধনী ম্যাচ।  

আজকের এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, স্থানীয় ৫৩ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজীৎ সিনহা, ঊনকোটি  ফুটবল এসোসিয়েশনের সভাপতি অরুন সাহা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য ইউনুস মিয়া খাদেম, কৈলাশহর পূর্ব পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, উপস্থিত ছিলেন টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওহিদুজ্জাম, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বরূপ গোস্বামী সমাজসেবী সিদ্ধান্ত দও, এবং শিলচর থেকে বিশেষ অতিথি জাকারিয়া উপস্থিত ছিলেন ।

আজকের এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় দুপুর ২ ঘটিকায় পায়ে বল লাগিয়ে উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়।  উক্ত খেলাটির সম্পূর্ণ পরিচালনা করেন ত্রিপুরার স্বনামধন্য রেফারি শিবজ্যোতি চক্রবর্তী। টানটান উত্তেজনায় খেলাটি সম্পন্ন হলেও প্রথম আর্ধে কোন পক্ষই গোল করতে পারেনি তবে দ্বিতীয়ার্ধে শ্রীনাথপুর সূর্য শক্তি ক্লাব একটি গোল করে এগিয়ে থাকলে পরবর্তী সময় এই গোল পরিশোধ করে লঙ্গাই জে এস এফ সি, শুরু হয় ফুটবল যুদ্ধ পরিশেষ ে শ্রীনাথপুর সূর্য শক্তি ক্লাব আরও একটি গোল করে এবং এগিয়ে যায় নির্ধারিত সময়ের ভিতরে কোন গোল না হয় শ্রীনাথপুর সূর্য শক্তি ক্লাব আজকের টুর্নামেন্টে জয় লাভ করে, আগামীকাল দাম ছড়া স্পোর্টিং ক্লাব বনাম সিঙ্গাপুর এফসি এই দুটি দলের মধ্যে ফুটবল যুদ্ধ অনুষ্ঠিত হবে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। আব্দুল রহিমের রিপোর্ট সবুজ শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *