BRAKING NEWS

করিমগঞ্জের কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন কালীবা‌ড়ি‌তে শুরু শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন

বাজারিছড়া (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : আজ মঙ্গলবার পয়লা মাঘ সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন কালীবা‌ড়ি‌তে শুরু হ‌য়েছে শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন।

আগামীকাল বুধবার অষ্টপ্রহরব্য পী চল‌বে শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন ও নামযজ্ঞ। পরের দিন বৃহস্প‌তিবার পূর্ণা ও মহন্ত বিদায়ের মাধ্যমে সমাপ্ত হবে হরিনাম সংকীর্তন।

শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তনে ‘রঘুনন্দন’-এর দা‌য়িত্ব পালন কর‌বেন পাথারকান্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল। বুধ ও বৃহস্প‌তিবার, দু‌দিন সারা‌দিনব্যলপী চল‌বে মহাপ্রসাদ বিতরণ। তাই শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন ও নামযজ্ঞে সকল সনাতনী ভক্ত‌দের উপ‌স্থিত‌তি আন্ত‌রিকভা‌বে কামনা করেছেন কালাছড়া নেতাজিপল্লি সর্বজনীন কালীবা‌ড়ি‌ শ্রীশ্রী হ‌রিনাম সংকীর্তন ক‌মি‌টির পদাধিকারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *