ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। ত্রিপুরার বিজয় রথ থামালো পন্ডিচেরি। টানা ছয় ম্যাচে জয়ের পর গ্রুপ লীগের অন্তিম ম্যাচে আজ, মঙ্গলবার পন্ডিচেরি ত্রিপুরাকে ৮১ রানের ব্যবধানে পরাজিত করেছে। যদিও এই অন্তিম ম্যাচের আগেই ত্রিপুরা দল জাতীয় সিনিয়র মহিলা এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের মূল পড়বে তথা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এটাও হতে পারে ত্রিপুরা দল পন্ডিচেরি কে একটু হালকা ভাবে নিয়েছিল। আবার এমনও হতে পারে যেহেতু কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত, সেইহেতু শেষ ম্যাচে নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে তেমন চাপ নেয়নি ত্রিপুরা দলের ক্রিকেটাররা। ভুবনেশ্বরের কিট ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে পন্ডিচেরি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে দলের পক্ষে তামান্না নিগম তথা দলনেত্রীর অপরাজিত ১৪০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। তামান্না ১৫০ বল খেলে ১৭ টি বাউন্ডারি হাকিয়ে ১৪০ রান সংগ্রহ করে। এছাড়া অভিসার ৭২ রান এবং আশার ৬৫ রান উল্লেখ করার মতো। রাজ্য দলের অন্নপূর্ণা দুটি উইকেট পেয়েছে। অন্যদের মধ্যে সুরভী, রেশমা, হেনা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দল চার উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করতে সীমিত পঞ্চাশ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ঋজু সাহার অপরাজিত ৮৫ রান মৌচৈতি দেবনাথ এর ৩৮ রান, শিউলী চক্রবর্তীর ৩০ রান এবং অন্নপূর্ণা দাসের অপরাজিত ২৯ রান উল্লেখ করার মতো।
2024-01-16