লেপাক্ষী, ১৬ জানুয়ারি (হি.স.): অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীতে বীরভদ্র মন্দিরে পূজার্চনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার যথোচিত ধর্মীয় রীতি মেনে বীরভদ্র মন্দিরে পূজার্চনা করেন প্রধানমন্ত্রী মোদী। মন্দির চত্বর দর্শনও করেন তিনি।
বীরভদ্র মন্দিরে ”শ্রী রাম জয় রাম” ভজনও গাইতেও শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রামায়ণে এই মন্দিরের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে, রাবনের আঘাতে আহত হওয়ার পর এই স্থানেই পড়েছিল জটায়ু।
প্রসঙ্গত, দু”দিনের দক্ষিণ ভারত সফরের শুরুতে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, আগামীকাল কেরলে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।

