মাদ্রিদ, ১৬ জানুয়ারি (হি.স.): লা লিগায় গত মরসুমে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। নিশ্চয়ই ফুটবল প্রেমীদের সকলেরই মনে আছে। সেই বর্ণবাদ নিয়ে বিশ্ব ফুটবলকে সচেতন করতে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৬ মার্চ স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।গতকাল রাতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এ খবর জানিয়েছে।
মে মাসে এই বর্ণবাদের পর জুন মাসে একটা বৈঠক করে ব্রাজিল ও স্পেন ফুটবল ফেডারেশন একটা প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল। আরএফইএফের বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আঙিনায় অন্যতম সেরা দুই ব্রাজিলও স্পেনের এই ম্যাচ হবে ফুটবলের জন্য দারুণ উদ্যাপনের ব্যাপার।’ আরএফইএফের আরো ভাষ্য, ‘ফুটবলে সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে প্রতিশ্রুতিকে আরও জোরালো করা।’

