ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিড়ামুড়া স্কুল মাঠে রবিবার থেকে শুরু হয় প্রশান্ত রায় খোকন দত্ত স্মৃতি প্রাইজ মানি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই বছরই সর্বপ্রথম শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। সর্বমোট ২০ টি টিম অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এন্ট্রি ফি ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। রবিবার দিন নকআউট এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল আর্য ব্রাদারস বনাম মার্শাল বি। প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়ে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয় মার্শাল বি টিমকে। আর্য ব্রাদার্সের হয়ে সবচেয়ে বেশি রান করে রব নবীন দেববর্মা ৫৮ রান এবং ম্যান অফ দ্যা ম্যাচ পায় সে । অপরদিকে মার্শাল বি টিম ব্যাট করতে নেমে ১২১ রানে অল উইকেট ডাউন হয়ে যায়। ৬৮ রানে জয়লাভ করে আর্য ব্রাদার্স। খেলা শেষে প্রশান্ত রায় জানান প্রত্যেক বৎসর এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমার বাবার স্মৃতিতে। খোকন দত্ত ছিলেন ত্রিপুরা পুলিশের ওয়ারলেস দপ্তরের রেডিও টেকনেশিয়ান। বাবার মৃত্যু হয়েছে ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর। বাবার স্মৃতিতে এই টুর্নামেন্ট বলে জানিয়েছেন প্রয়াত খোকন দত্তের ছেলে প্রশান্ত রায়।
2024-01-16