হনুমান সেতু মন্দিরে স্বচ্ছতা কর্মসূচি রাজনাথের, ঝাড়ু হাতে সাফাই করলেন মন্দির চত্বর

লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের হনুমান সেতু মন্দিরে পূজার্চনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় পবনপুত্র হনুমানের পূজার্চনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরে হনুমান সেতু মন্দিরে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন তিনি। ঝাড়ু হাতে মন্দির চত্বর পরিচ্ছন্ন করে তোলেন তিনি।

পরে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আগামী ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হতে চলেছে। গোটা দেশ ও বিশ্বের মানুষ এতে অংশ নেবেন। সমস্ত দেশবাসী এবং ভগবান রাম ভক্তদের কাছে এর চেয়ে আনন্দের উপলক্ষ আর হতে পারে না।” প্রতিরক্ষামন্ত্রীর কথায়, “২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। আমি মনে করি, এটি সমগ্র দেশ এবং ভগবান রামের সমস্ত ভক্তদের জন্য গর্বের মুহূর্ত হবে।”