হলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ফিফার ‘দ্য বেস্ট’ মেসি

লন্ডন, ১৬ জানুয়ারি (হি.স.): ফিফা ‘দ্য বেস্ট’ বর্ষসেরা পুরস্কার জয়ে বিশ্লেষকদের চোখে আর্লিং হলান্ড, এমবাপ্পে ছিলেন এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি জিতে নিলেন মেসি। এবার নিয়ে টানা দ্বিতীয়, সব মিলিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন মেসি। ফিফার ওয়েবসাইটে ‘দ্য বেস্ট’ এর লাইভ বিবরণী জানিয়েছে, মেসি ও হলান্ডের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দুজনেরই পয়েন্ট ৪৮। কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফার ‘রুলস অবঅ্যালোকেশন(১২)’ অনুযায়ী এই সিদ্ধান্ত। এমবাপ্পে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয়। গতকাল রাতে লন্ডনে ফিফা ‘দ্য বেস্ট’ এর এই অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে পারেননি। সঞ্চালকের ভূমিকায় নামা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি তাঁর পুরস্কারটি নেন।