আগরতলা,১৬ জানুয়ারি: পুঁথিগত শিক্ষার বাইরেও ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মুল্যবোধ জাগ্রত করা যায় তার চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ এন.এস.ইউনিট -এর উদ্যোগে বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত বিশেষ শিবিরে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭দিন ব্যাপী একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত, সামাজিক মুল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত করা করার জন্য ওই শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, পুঁথিগত শিক্ষার বাইরেও যাতে সামাজিক মুল্যবোধ জাগ্রত করা যায় তার চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, যে সমাজে সামাজিক মুল্যবোধ অবক্ষয়য়ের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। এই প্রচেষ্টা রোধ করার জন্য এইরকম প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

