নিখোঁজ হওয়ার তিন দিন পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৬ জানুয়ারী : তিনদিন ধরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে মনু নদী থেকে। ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালী মহকুমার নেপালটিলা থানাধীন দামোদর রিয়াং পাড়ায়। মৃত ব্যক্তির নাম পরিতোষ বিশ্বাস (৩৫), পিতা মৃত জগমোহন বিশ্বাস, বাড়ি নালকাটা কলনজয় সিং পাড়া।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে মনু থানার পুলিশ।

ঘটনার বিবরণ জানা যায়, গত ১৩ জানুয়ারি কাজের উদ্দেশ্যে বেরিয়ে বাড়ি ফেরেনি নালকাটা কলনজয় সিং পাড়ার বাসিন্দা পরিতোষ বিশ্বাস। পেশায় সে রাবার ব্যবসায়ী। অনেক খোঁজাখুঁজি করার পর পরিবারের তরফ থেকে মনু থানায় নিখোঁজ ডাইরি করা হয়।

এদিকে পুলিশের পাশাপাশি গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে। এলাকাবাসীর সন্দেহ হয় দামোদর রিয়াং পাড়ার বাসিন্দা সাধনরয় রিয়াং এর উপর। কারন প্রায় দিনই সাধন রায়ের দোকানে জুয়ার আসর বসে। সেখানে পরিতোষও খেলতে যায় বলে জানা গেছে। সাধন রায়কে পরিতোষের বিষয়ে জানতে চাইলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে।

সে জানায় ঘটনার দিন তার দোকান ৮ পর্যন্ত খোলা থাকলেও  পরিতোষ কে সে দেখেনি। অথচ প্রত্যক্ষদর্শীদের মতে দোকান ৬টা নাগাদই বন্ধ করে  দোকানেই তার মেয়ের জামাই কন্দরাম রিয়াং এর মোবাইল দিয়েই জুয়ার আসর বসে। সেই আসরেই পরিতোষও ছিল বলে খবর।

১৬ জানুয়ারি বেলা আনুমানিক ৩টা নাগাদ সাধন রায়কে জিজ্ঞাসাবাদ করে ফেরার পথেই খবর পাওয়া যায় তার বাড়ির পেছনে মনু নদীতে পরিতোষের লাশ ভাসছে। তড়িঘড়ি নদীতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 তাছাড়া তার বাড়ির পেছনে রক্তের দাগও লক্ষ্য করা গেছে। এই ঘটনা চাউর হতেই উত্তেজিত এলাকাবাসী সাধন রায়ের বাড়ি ঘেরাও করে। মারমুখী জনতার হাত থেকে রক্ষা করে দুই সন্দেহজনককেই মনু থানায় নিয়ে আসা হয়।

এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জুয়ার আসরে কোন বিষয় নিয়ে বচসাকে কেন্দ্র করেই হয়তোবা এই হত্যাকান্ড। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।