শাহজাহানকে পুলিশি আশ্রয়ে রাখার ফের অভিযোগ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৫ জানুয়ারি (হি.স.): “শাহজাহানকে পুলিশ রেখেছে। মামলা যতক্ষণ না কেন্দ্রীয় সংস্থার হাতে যাবে ততক্ষণ তো সিবিআই বা এনআইএ-কে দায়ী করতে পারবেন না!” সোমবার মকর সংক্রান্তি উপলক্ষে খেজুরির ভীমেশ্বরী মন্দিরে সেবা দান শিবিরে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা মন্তব্য শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এই মন্তব্য করলেন।

কেউ বলছেন সন্দেশখালিতেই রয়েছেন। কেউ বা বলছেন, তিনি জলপথে বাইরে পালিয়ে গিয়েছেন। এসবের মাঝেই শুভেন্দুবাবু এ দিন সাংবাদিকদের বলেন, “জল-জঙ্গল মিলিয়ে সুন্দরবন এলাকার যা ভৌগলিক অবস্থা যদি বিএসএফ, সিআরপি-র সাহায্য নিয়ে তাদের সহযোগিতায় ওকে পাওয়া যায়। পুলিশ শাহজাহানকে তুলে দেবে না।”

শুভেন্দুবাবুর অভিযোগের বিষয়ে রাজ্য পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কয়েকদিন আগে সন্দেশখালি প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছিলেন, “যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” সন্দেশখালি কাণ্ডে ইতিমধ্যে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে ইডি আধিকারিকরা। সেখানে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক। তাঁদের মধ্যে রামকুমার রাম নামে এক আধিকারিকের মাথা ফেটে যায়। আরও দুই আধিকারিকও গুরুতর চোট পান। তাঁদের প্রত্যেককে সেই সময় হাসপাতালেও ভর্তি করা হয়। এর পর ওইদিন রাতে বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যর বাড়িতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এসবের নেপথ্যে শাহজাহানের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। তবে এত দিন পরও অধরা শেখ শাহজাহান।