ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ভীষণ ইচ্ছে ত্রিপুরার মহিলা ক্রিকেট দলের। আগামীকাল জাতীয় মহিলা সিনিয়র এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরা দল খেলবে পন্ডিচেরির বিরুদ্ধে। খেলা হবে ভুবনেশ্বরের কিট ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে ৮ দিন আগে আরও একটি ম্যাচ খেলেছিল। ৮ দলীয় গ্রুপ বি-তে টানা ছয় ম্যাচ জিতে ত্রিপুরা মহিলা ক্রিকেট দল ইতোমধ্যে গ্রুপ শীর্ষে অবস্থান করার পাশাপাশি মূল পর্বে খেলাও নিশ্চিত করেছে। রাজ্য ক্রিকেটের ইতিহাসে পুরুষ, মহিলা উভয়-বিভাগে এটি একটি নজীরও বটে। উল্লেখ্য, চার জানুয়ারি প্রথম ম্যাচে ত্রিপুরা দল ১৭১ রানের বিশাল ব্যবধানে মিজোরামকে হারিয়ে যে সূচনা করেছিল, তারই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীকাল গ্রুপ লীগের শেষ ম্যাচে পন্ডিচেরি কে হারানোর লক্ষ্যে মরিয়া ত্রিপুরা দলের মহিলা ক্রিকেটাররা। ছয় জানুয়ারি ১৯ রানের ব্যবধানে বিহারকে, ৮ই জানুয়ারি ৩৭ রানের ব্যবধানে কর্ণাটককে, ১০ জানুয়ারি ৬৫ রানের ব্যবধানে বিদর্ভকে, ১২ জানুয়ারি ৪৫ রানের ব্যবধানে গুজরাট কে এবং ১৪ জানুয়ারি ১ উইকেটের ব্যবধানে ঝাড়খণ্ডকে হারিয়ে টানা ৬ ম্যাচ জয়ের নতুন ইতিহাস গড়েছে ত্রিপুরা দল। ক্রিকেট মহল তাকিয়ে আগামীকালের ম্যাচের দিকে বলাবাহুল্য মূল পর্বের খেলা তথা কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ২২ জানুয়ারি থেকে।
2024-01-15

