কলকাতা, ১৫ জানুয়ারি, (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডার দাখিল করে ছুটি ঘোষণায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীর পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “তুষ্টির রাজনীতির রানী – মমতা বন্দ্যোপাধ্যায়, ফের আঘাত করলেন। পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডারের ছুটির তালিকা: সোমবার, ২০২৪-এর ১৫ জানুয়ারী, মকর সংক্রান্তির । কোনও ছুটি নেই। বুধবার, ১৭ এপ্রিল, শ্রী রাম নবমীতে কোনও ছুটি নেই। শব-ই-বরাত – রবিবার, ২৫ ফেব্রুয়ারি। ওটি ছুটির দিন। তাই পরের দিন সোমবার, ২৬ ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছে।
এমনকি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানেও শব-ই-বরাতের জন্য কোনো সরকারি ছুটি নেই। উৎসবটিকে ঐচ্ছিক ছুটির তালিকায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। এবং সোমবার ছুটি বেছে নেওয়ার কোনও অতিরিক্ত বিকল্প নেই। কারণ এই সময় রবিবার শব-ই-বরাত উদযাপিত হতে চলেছে। অর্থাৎ, পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি এবং শ্রী রাম নবমীর জন্য কোনও সরকারি ছুটি নেই, তবে শব-ই-বরাতের পরের দিন অতিরিক্ত ছুটির ব্যবস্থা রয়েছে।”