দেশের বাস্তবিক উয়ান্ননের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাজ করা উচিত : তৃণমূল

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : দেশের উন্নয়ন নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে দেশের সার্বিক অবস্থার পরিসংখ্যান তুলে ধরে জানায়, ” বিজেপির আজব শাসন ব্যবস্থা চলছে দেশজুড়ে। যখন প্রধানমন্ত্রী ফটো শুটে ব্যস্ত, তখন দেশের মানুষের উদ্বেগজনক অবস্থা। প্রধানমন্ত্রীর উচিত ফটো শুটের থেকে নজর সরিয়ে দেশের মানুষের সার্বিক উন্নয়ন ঘটানো। সেইদিকে সজাগ দৃষ্টি নিক্ষেপ প্রয়োজন।” পরিসংখ্যান দিয়ে বলা হয়, ”ডিসেম্বরে খুচরা খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯.৫৩ শতাংশ হয়েছে। ডিসেম্বরে খুচরা পেঁয়াজের মূল্যস্ফীতি ৭৪.১৭ শতাংশ বেড়েছে। ডিসেম্বর ২০২২-এর বার্ষিক খাদ্য মূল্যস্ফীতি ৪.১৯ শতাংশ ছুঁয়েছে৷”

অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে অপর এক পোস্টে জানানো হয়, ” ২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকার আসল বিষয়গুলি থেকে আমাদের মনোযোগ সরানোর চেষ্টা করতে পারে, কিন্তু আমরা ভুলে যাব না: ধনী এবং দরিদ্র মধ্যে আয় বৈষম্য প্রসারিত হয়েছে। একইসঙ্গে দেশের শিল্প উৎপাদনে ব্যাপক পতন ঘটেছে।বাড়ছে বেকারত্বের হার। তাই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আওয়াজ আরও জোরালো হবে আগামী দিনে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *