গুয়াহাটি বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ স্বাগত অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

মেঘালয় ও অসমে তিনদিনের সফরসূচি নিয়ে আজ এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গুয়াহাটি বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বায়ুসেনার হেলিকপ্টারে তিনি চলে গেছেন মেঘালয়ের তুরায়। আজ ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিস্তৃত তাঁর সফর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যস্ততায় কাটবে। পরিকাঠামো উদ্বোধন, স্থানীয় ক্রীড়া, মহিলাদের স্বাবলম্বী সংক্রান্ত কার্যক্রম ইত্যাদিতে অংশগ্রহণ করবেন তিনি।