গুয়াহাটি / শিলং, ১৫ জানুয়ারি (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে মেঘালয় ও অসমে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুৰ্মু। আজ বেলা দুটায় বিশেষ উড়ানে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সরকারি সূত্রে জানা গেছে, আজ গুয়াহাটি অবতরণ করে বায়ুসেনার হেলিকপ্টারে করে মেঘালয়ের তুরার উদ্দেশ্যে রওয়ানা হবেন রাষ্ট্রপতি। আজ ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিস্তৃত তাঁর সফর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যস্ততায় কাটবে। পরিকাঠামো উদ্বোধন এবং স্থানীয় ক্রীড়া, মহিলাদের স্বাবলম্বী সংক্রান্ত কার্যক্রম ইত্যাদিতে অংশগ্রহণ করবেন তিনি।
রাষ্ট্রপতির সফর শুরু হবে তুরার পিএ সাংমা স্টেডিয়ামে পঞ্চম মেঘালয় গেমসের উদ্বোধনের মাধ্যমে। আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের পশ্চিম গারোপাহাড় জেলা সদর তুরায় অনুষ্ঠিত হবে পঞ্চম মেঘালয় গ্যামস। রাষ্ট্ৰপতির উপস্থিতিতে রাজ্যের যুবক-যুবতীদের ক্রীড়ার প্রতি উৎসাহিত করবে বলে ইতিমধ্যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আশা ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেঘালয় গ্যামসে তিন হাজার খেলোয়াড় ২২টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করবেন। এতে প্ৰথমবারের মতো খাসি, জয়ন্তিয়া এবং গারো জনগোষ্ঠীর পরম্পরাগত খেলাও সন্নিবিষ্ট করা হয়েছে। ওই সব খেলার জন্য রাজ্য সরকার ২৩ কোটির বেশি অর্থ বরাদ্দ করেছে।
আগামীকাল ১৬ জানুয়ারি তুরার বালজেক বিমানবন্দরে স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের উপস্থিতিতে এক সমাবেশে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপতি মুর্মু। এতে তৃণমূলস্তরের মহিলাদের ক্ষমতায়ন এবং জনগোষ্ঠীয় উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরবেন তিনি।
এছাড়া তুরায় নতুন সমন্বিত প্রশাসনিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দ্রৌপদী মুর্মু। মেঘালয় সফরকালে রাষ্ট্রপতি মুর্মু স্থানীয় পরিকাঠামো এবং পর্যটন বৃদ্ধির সম্ভাব্য স্থলও পরিদর্শন করবেন। তাছাড়া সংযোগ এবং বাণিজ্য উন্নত করতে আপগ্রেডেড রোংজেং মাংসাং অ্যাডোকগ্রে রোড এবং মাইরাং রানিগোডাউন আজরা রোডের উদ্বোধন করবেন তিনি।
তদুপরি, মজবুত পর্যটন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচারের লক্ষ্যে কংথং, মাওলিনগোট এবং কুডেনগ্রিমের মনোরম গ্রামগুলিতে শিলং পিক রোপওয়ে এবং পর্যটকদের জন্য যে আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্ৰপতি।
এদিন সন্ধ্যায় শিলঙে অবস্থিত রাজভবনে মেঘালয় সরকার আয়োজিত এক কার্যক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসামরিক সংবৰ্ধনা প্রদান করা হবে।
১৭ জানুয়ারি অসমের কার্বি আংলং জেলা সদর ডিফুর তারালাংসোতে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানটি একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক মাইলফলক যা কার্বি সম্প্রদায়ের ঐতিহ্যকে সমৃদ্ধ করে।
রাষ্ট্রপতি মুর্মুর সফর কেবল মেঘালয় ও অসমের উন্নয়নের প্রতি তাঁর উৎসর্গের উপর জোর দেয় না বরং এটি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বলে মনে করা হচ্ছে। কেননা, এই প্রথম কোনও রাষ্ট্রপতি মেঘালয়ের সম্মানিত অতিথি হবেন যিনি গারোপাহাড় জেলার তুরায় এক রাত যাপন করবেন।

