রাজ্যবাসীকে পূণ্য মকরসংক্রান্তির শুভেচ্ছা অভিষেকের

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : রাজ্যজুড়ে মকর সংক্রান্তির শুভলগ্নে মেতেছেন পুণ্যার্থীরা। দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা যোগ দিয়েছেন গঙ্গাস্নান ও পূজার্চনায়। সবাইকে আনন্দময় মকর সংক্রান্তির শুভেচ্ছা জানলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসী কে শুভেচ্ছা জানিয়ে বলেন, ”সবাইকে আনন্দময় মকর সংক্রান্তির শুভেচ্ছা! সূর্যের উষ্ণতার মাধ্যমে সমস্ত নেতিবাচকতা দূর হোক, ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব ও পিঠা-পুলির মাধুর্য ছড়িয়ে পড়ুক। সকলের ঘরে আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। কৃতজ্ঞতা এবং ঐক্যের সাথে একটি নতুন ঋতুকে স্বাগত জানানোর প্রতিশ্রুতি গ্রহণ করি!”