নিউটাউন জ্যোতিনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই চারটি বাড়ি

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : শীতের সকালে নিউটাউন হঠাৎ ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাই এলাকার চারটি বাড়ি। ঘটনস্থলে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের জ্যোতিনগরে একটি বাড়িতে সিলিন্ডার থেকে আগুন লাগে। পরে ওই বাড়ির সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে যায় আরো বেশ কয়েকটি বাড়িতে।

ক্রমাগত কালো ধোঁয়া দেখে ছুটে আসে এলকাবাসী। দমকল ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। রাস্তা ছোট হওয়ায় দমকল অনেক কষ্টে বাড়ির কাছাকাছি পৌঁছায়। ফলে অনেকটা সময় নষ্ট হয়। কিন্তু স্থানীয়রা পাশের একটি জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ভষ্মীভূত হয়ে যায় চারটি বাড়ি। কিভাবে আগুন লেগেছে এখনো জানা সম্ভব হয়নি, তদন্তে নিউ টাউন থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে হতাহতের কোনো খবর নেই।