মেদিনীপুরের রামমন্দিরকে স্বাগত জানিয়েও তৃণমূলকে খোঁচা দিলীপের

পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি (হি.স.): অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগেই মেদিনীপুর শহর লাগোয়া কাঁসাই নদীর গান্ধীঘাটে রাম, সীতা, হনুমানজির মন্দিরের উদ্বোধন হল সোমবার। এটিকে স্বাগত জানিয়েও তৃণমূলকে খোঁচা দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

এই রামমন্দির উদ্বোধনকে ‘স্বাগত’ জানিয়ে পাশাপাশি রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘ওঁর নেতানেত্রীরা অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না। এখানে রামমন্দির ঠিক, ওখানে নয়, এটা ঠিক নয়। সেখানকার সাধুসন্তেরা উদ্বোধনের আয়োজন করেছেন। আমন্ত্রণ জানিয়েছেন। ওঁরা (তৃণমূলের প্রতিনিধিরা) কেন অযোধ্যা যেতে পারছেন না? কেন মানুষকে বোকা বানাতে চাইছেন?’’

স্থানীয় বিজেপি নেতৃত্ব আবার মেদিনীপুরে রামমন্দিরের উদ্বোধনের বিষয়টিকে তৃণমূলের ‘বোধোদয়’ হিসাবে দেখছেন।