নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সীমান্তে গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করেছে সেনাবাহিনী। সোমবার ৭৬-তম সেনা দিবসে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। একইসঙ্গে তিনি বলেছেন, “ভারতীয় সেনাবাহিনী ও সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলেই মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাফল্য অর্জিত হয়েছে।”
৭৬-তম সেনা দিবসের ভাষণে মনোজ পান্ডে বলেছেন, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি আলোচনার কারণে উত্তর-পূর্ব অঞ্চলে ইতিবাচক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, “গত কয়েক বছরে উত্তর-পূর্বে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি এবং শান্তি আলোচনা হয়েছে। যার ফলস্বরূপ এই এলাকায় ইতিবাচক উন্নয়ন হয়েছে। সরকারি নীতিগুলি শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” তিনি জানান, “মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রচেষ্টা চলছে।”