নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন সরকারি প্রকল্পের সুফল সবার কাছে পৌঁছবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমার সরকারের ১০ বছর দরিদ্রদের জন্য উৎসর্গ করেছি।” প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর ১ লক্ষ সুবিধাভোগীকে প্রথম কিস্তি প্রদান প্রধানমন্ত্রী মোদী। সুবিধাপ্রাপকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজ ১ লক্ষ সুবিধাভোগী উপকারভোগী প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে নিজেদের পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়নের জন্য অর্থ পেয়েছেন। কিন্তু, এটা তো সবেমাত্র শুরু। আমাদের সরকার সবার কাছে পৌঁছে যাবে।”
প্রধানমন্ত্রী বলেছেন, “আমার আদিবাসী ভাই ও বোনেরা হয়তো প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, কিন্তু তাঁদের রয়েছে আশ্চর্য দূরদর্শিতা। এখন আদিবাসী সমাজ দেখছে এবং বুঝতে পারছে, আমাদের সরকার উপজাতীয় সংস্কৃতি এবং তাঁদের সম্মানের জন্য কীভাবে কাজ করছে।” মোদীর কথায়, “আগে সরকারি প্রকল্পগুলি শুধুমাত্র কাগজে কলমে চলত এবং প্রকৃত সুবিধাভোগীদের পরিচয়ও ছিল না। এমনকি যদি তাঁরা জানত, তাহলে তাঁদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হত। এখন আমাদের সরকার এমন সমস্ত নিয়ম পরিবর্তন করেছে, যা আপনাদের সমস্যার কারণ হয়ে ওঠে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আমাদের সরকারের প্রতিটি প্রকল্প যাতে আদিবাসী ভাই-বোনদের কাছে পৌঁছয় এবং তাও আবার বিলম্ব না করে নিশ্চিত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

