ত্রিপুরা-১২৬
পাঞ্জাব-১৩/১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। দিনের শেষ বেলায় এক উইকেট তুলে নিয়ে কিছুটা চাপমুক্ত ত্রিপুরা। সোমবার সকালে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে পারেন, তাহলেই ম্যাচে ফিরবে রাজ্যদল। নতুবা প্রথম ম্যাচের মতো পরাজয়ের গ্লানি মাথায় নিয়েই মোহালি ছাড়তে হবে বিশ্বজিৎ পালের ছেলেদের। অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। আই এস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন রবিবার ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরার গড়া মাত্র ১২৬ রানের জবাবে স্বাগতিক পাঞ্জাব ১ উইকেট হারিয়ে ১৩ রান করে। ত্রিপুরার হয়ে চন্দন রায় ৮ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন। পাঞ্জাবের ক্রিস ভগৎ ৫ উইকেট দখল করেন। এদিন সকাল প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাক ত্রিপুরা। একসময় ৭৫ রানের গন্ডি পার করতে পারবে কীনা রাজ্যদল তা নিয়ে দেখা দিয়েছিলো সন্দেহ। ওই অবস্থায় ‘বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে লড়াই করেন চন্দন। দুরন্ত ব্যাট করে শুধু অর্ধশতরানই করেননি চন্দন, ত্রিপুরার স্কোরকে কিছুটা ভদ্রস্থ করেন। ত্রিপুরা ৫৭ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে চন্দন রায় ৯৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,দলনায়ক সেন্টু সরকার ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, আনন্দ ভৌমিক ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবংিন্দ্রজিৎ দেবনাথ ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। পাঞ্জাবের পক্ষে ক্রিশ ভগৎ ৩৭ রানে ৫ টি, শুখদীপ বাজোয়া ২০ রানে এবং আরিয়ামান ধালিয়াল ২৬ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে পাঞ্জাব প্রথম দিনের শেষে ৬ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৩ রান করে। ত্রিপুরার পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন আভিজিৎ দেববর্মা। ম্যাচে ফিরতে সোমবার ত্রিপুরা তাকিয়ে থাকবে বোলারদের দিকে।

