হলদিবাড়ি, ১৪ জানুয়ারি (হি.স.) : কোচবিহারের হলদিবাড়ি মেখলিগঞ্জ রাজ্য সড়কের বোয়ালমারী এলাকায় রাজ্যসড়কের পাশ থেকে এক সদ্যোজাতর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে নাগাদ ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কৃষকেরা জমিতে কাজ করতে যাওয়ার সময় রাজ্য সড়কের পাশে কাপড়ে জড়ানো অবস্থায় শিশুটির দেহ দেখতে পান। ঘটনার পরেই খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ এসে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, শিশুটি ছেলে। তবে সেখানে কে বা কারা ফেলে গিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
2024-01-14