গঙ্গাসাগর, ১৩ জানুয়ারি (হি.স.): রবি ও সোমবার মকর সংক্রান্তির পুণ্য স্নান। আর সেই সন্ধিক্ষণ যতই এগিয়ে আসছে ততই পুন্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে সাগরের বেলাভূমিতে। ইতিমধ্যেই কয়েক লক্ষ পুণ্যার্থী রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাগরে। গঙ্গা ও সাগরের সঙ্গম স্থলে স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে পুণ্য অর্জন করবেন সকলে। মকর সংক্রান্তি তিথিতে এই কাজ করলে সকলের মঙ্গল হয় আর পুণ্য অর্জন হয়। আর সেই বিশ্বাসে ভর করেই প্রতিবছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই সাগর মেলা প্রাঙ্গণে মিলিত হন। তবে আগের তুলনায় গঙ্গাসাগর মেলায় ব্যবস্থাপনা অনেক বেশি উন্নত হয়েছে এমনটাই দাবি পুন্যার্থীদের। সাগর মেলা প্রাঙ্গণের পরিকাঠামো থেকে শুরু করে মেলার সমস্ত আয়োজন, নিরাপত্তা সবই মন জয় করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের।
2024-01-13