গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় আনা হল অসুস্থ পুণ্যার্থীকে

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে ছিলেন গঙ্গা সাগর মেলায় কোনো প্রকার গাফিলতি বরদাস্ত নয়। সব ধরনের ব্যবস্থা থাকছে। এবার সেই সুফল মিলল। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ গঙ্গাসাগর মেলা থেকে গুরুতর অসুস্থ এক পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলো ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে।

জানা গেছে রাজস্থান ঢোলপুরের বাসিন্দা শুগুনা দেবী(৬০) গঙ্গাসাগর মেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে আনা হয় হাওড়ায়। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারপর তাকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।