মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.): প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে নেই বাংলার পেসার সদ্য অর্জুন পুরস্কার প্রাপ্ত মহম্মদ সামি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন না সামি, এবারও থাকছেন না। বাদ পড়লেন বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ।
ভারত চার স্পিনার রেখেছে স্কোয়াডে। দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে ফিরলেন চায়নাম্যান কুলদীপ যাদব। আর স্কোয়াডে সুযোগ দেওয়া হল নতুন কিপার ব্যাটার ধ্রুব জুড়েলকে।
প্রথম দু-টেস্টের জন্য ভারতের স্কোয়াড-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (কিপার), শ্রীকার ভরত (কিপার), ধ্রুব জুড়েল (কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (ভাইস ক্যাপ্টেন), আবেশ খান।

