রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বিজেপির অনুষ্ঠানে পরিণত হয়েছে, কটাক্ষ অশোক গেহলটের

জয়পুর, ১৩ জানুয়ারি (হি.স.): ভগবান রাম সবার, বললেন রাজস্থানের প্রাক্তন মুখমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। একইসঙ্গে তিনি বলেছেন, এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আসলে বিজেপি-আরএসএস-এর অনুষ্ঠানে পরিণত হয়েছে। শনিবার সকালে জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন অশোক গেহলট।

প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এ জন্য বিজেপি তীব্র সমালোচনা করেছে কংগ্রেসকে। এই পরিস্থিতিতে শনিবার রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও অধীর রঞ্জন চৌধুরী কীভাবে সেখানে যেতে পারেন, যখন এটি বিজেপি-আরএসএস-এর অনুষ্ঠানে পরিণত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *